১. মরহুম মেজর (অব:) জহিরুল হক খান (বীরপ্রতীক)
কর্ম জীবন: মেজর (অব.) জহিরুল হক খান বীরপ্রতীক ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ একাংশ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এর আগে তিনি ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।
তিনি মুক্তিযুদ্ধের সময় সিলেটের গোয়াইনঘাট এলাকায় চার নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল সি আর দত্তের অধীনে যুদ্ধে অংশ নেন। যুদ্ধে বীরত্বের জন্য তিনি বীরপ্রতীক উপাধিতে ভূষিত হন।
দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর ২০০৭ সালে সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীরের অসুস্থ্য হয়ে পড়লে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
২. মরহুম জিল্লুর রহমান, সাবেক চেয়ারম্যান, সুহিলপুর ইউপি।
প্রতিষ্ঠাতা: জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয় ও সুহিলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
৩. আতাউর রহমান খন্দকার টুনু
-চলচ্চিত্র প্রযোজোক।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS