তিতাস গ্যাসক্ষেত্র
দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্রগুলির মধ্যে একটি এবং বর্তমান সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ গ্যাস উৎপাদনকারী ক্ষেত্র । ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত এই গ্যাসক্ষেত্রটি ১৯৬২ সালে পাকিস্তান শেল অয়েল কোম্পানি আবিষ্কার করে । ২০০০ সাল পর্যন্ত এখানে ১৪ টি কূপ খনন করা হয়েছে । ৬৪ বর্গ কিলোমিটার ব্যাপী বিস্তৃত এই ক্ষেত্রটির ভূ-গঠন গম্বুজাকৃতির । গ্যাস উৎপাদিত বালুকণাগুলির স্তর অধিকাংশই ২,৬১৬ মিটার থেকে ৩১২৪ মিটার গভীরতার মধ্যে । তিতাস গ্যাসক্ষেত্রের মোট অনুমিত মজুত প্রায় ৪.১৩ ট্রিলিয়ন ঘনফুট যার মধ্যে উত্তোলনযোগ্য মজুত ২.১ ট্রিলিয়ন ঘনফুট । ২০০০ সালের শেষ পর্যন্ত এই গ্যাসক্ষেত্র থেকে মোট ১.৭২ টিসিএফ গ্যাস উত্তোলন করা হয়েছে যা মোট উত্তোলনযোগ্য মজুতের প্রায় ৭৫ ভাগ ।
গ্যাস উৎপাদন :
তিতাস গ্যাস ক্ষেত্র ৪৪৩৮ মি:লি: ঘনফুট
সালদা নদী গ্যাস ক্ষেত্র ১৩৪ মিলি: ঘনফূট
গ্যাস মজুদ ও উৎপাদন (বিলিয়ন ঘনফুট)
নাম |
আবিষ্কার |
মওজুদ নিরূপন |
উত্তোলনযোগ্য |
এ যাবৎ উৎপাদন |
অবশিষ্ট উত্তোলনযোগ্য |
তিতাস |
১৯৬২ |
২০০১ |
৫১২৭ |
২৪৬৮.৭ |
২৬৫৮.৮ |
সালদা নদী |
১৯৯৬ |
১৯৯৬ |
১১৬.১ |
৪৩.৭ |
৭২.৪ |
মেঘনা |
১৯৯০ |
১৯৯২ |
১১৯.৬ |
৩৪.৮ |
৮৪.৮ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস