Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

প্রাচীনকাল থেকেই সুহিলপুর ইউনিয়নের জনেগাষ্ঠী ক্রীড়ামোদী। সুহিলপুর খেলার মাঠে প্রতিবছরই বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এর মধ্যে উল্লেখ যোগ্য হল ফুটবল ও ক্রিকেট।  জনপ্রিয় খেলার মধ্যে বর্তমানে ক্রিকেট ও ফুটবলের আধিপত্য দেখা গেলেও অন্যান্য খেলাও পিছিয়ে নেই। সুহিলপুর ইউনিয়নে বেশ কয়েকটি খেলার মাঠ রয়েছে। এর মধ্যে সুহিলপুর খেলার মাঠ, সুহিলপুর আলহাজ্জ্ব হারুণ আল রশিদ খেলার মাঠ এবঙ গৌতমপাড়া ঘাটুরা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় খেলার মাঠ উল্লেখ্য যোগ্য। প্রতি বছর এ মাঠগুলোতে নিম্নলিখিত  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ঃ (ক)গোল্ডকাপ ফুটবল/ ক্রিকেট(খ) প্রিমিয়ার ফুটবল/ক্রিকেট লীগ (গ) ১ম বিভাগ ফুটবল/ক্রিকেট লীগ ইত্যাদি।

তাছাড়া বিভিন্ন সময়য়ে উক্ত মাঠে যুবকরা নানা ধরণের বিনোদনের আয়োজন করে  থাকে।

 

আপলোড- মোঃ ইমন (উদ্যোক্তা/পরিচালক)