বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ।বর্তমান সরকার ও কৃষি বান্ধব তাই কৃষকদের সাহায্য ও সহযোগিতা প্রদানের জন্য দেশের প্রত্যেকটি ইউনিয়নের রয়েছে কৃষি অফিস।এরেই ধারবিাহিকতায় অত্র সুহিলপুর ইউনিয়ন ও এর ব্যতিক্রম নয় কৃষি অফিসার গন আন্তরিকভাবে ইউনিয়নের প্রত্যেক কৃষকদেরকে নিয়মিত ভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে এবং উন্নত প্রজাতির বীজ সরবারহ করে যাচ্ছে। একই জমিতে কিভাবে একাধিকবার ফসল ফলানো যায় সেই প্রশিক্ষন দিয়ে যাচ্ছে কৃষকদের মধ্যে। এরেই সফলতা্র লক্ষ্য করা যাচ্ছে , এখানে কৃষকরা কম্পোষ্ট সার তৈরি করতে পারে এ ছাড়াও তারা জমিতে কিভাবে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জমিতে ভাল ফসল উৎপন্ন করা যায় সেই ব্যপারে পারদশী হয়েছে , তাহা একমাত্র কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকতাদের আন্তরিক সহোযগিতায়।
সরাসরি কৃষি বিষয়ক পরামর্শ।
ফসল সম্পর্কিত সকল তথ্য ও পরামর্শ সেবা।
ফসলের রোগ বালাই ও কীটনাশক প্রয়োগ সম্পর্কিত তথ্য।
সঠিকমাত্রায় সার প্রয়োগ সম্পর্কিত পরামর্শ।
নতুন নতুন কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি সম্পর্কিত তথ্য।
বিভিন্ন সার ও কীটনাশকের নিকটস্থ প্রাপ্তিস্থান।
কৃষি পণ্য ও উপকরণ সম্পর্কিত বাজারদর।
কৃষি বিষয়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের ঠিকানা।
বিভিন্ন ফসলের বিস্তারিত উৎপাদন প্রযুক্তি সম্পর্কে তথ্য।
পরিবেশ বান্ধব উৎপাদন কৌশল সম্পর্কিত পরামর্শ।
অন্যান্য তথ্য যেমন:
সুহিলপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাদের তালিকা
ক্র: নং |
উপ সহকারী কৃষি কর্মকর্তার নাম |
বস্নকের নাম |
ইউনিয়নের নাম |
জন্ম তারিখ |
চাকুরীতে প্রথম যোগদান |
বর্তমান কর্মস্থলে যোগদান |
নিজ জেলা/উপজেলা |
মোবাইল নম্বর |
মন্তব্য |
১. |
আমেনা খাতুন |
ঘাটুরা |
সুহিলপুর |
০৭/৭/৮০ |
১৯/৮/০৪ |
১৯/৮/০৪ |
ব্রাহ্মণবাড়ীয়া |
০১৭৩২৯৭১১২০ |
|
২. |
মোঃ সফিকুল ইসলাম ভূইয়া |
সুহিলপুর |
সুহিলপুর |
১৫/১১/৭৭ |
২৩/৮/০৪ |
২৯/০/০৫ |
ব্রাহ্মণবাড়ীয়া |
০১৯২৪২০৮২৮৮ |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস